বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের পাটকেতলপোতায় সড়ক দূঘর্টনা ।। আহত ৯

By মেহেরপুর নিউজ

March 15, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মার্চ: মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতায় মুজিনগর গামী একটি পিকনিক বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার  পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ৯ যাত্রী আহত হয়েছে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। আহতরা হলো, ঝিনাইদহের শৌলকুপার হাবিব(২২), নাজমুল(১৬), মিনা খাতুন(২০), রিক্তা(১৩),মুকুল(৪৫), হামিদ(১৩), আশিক(১৮), সুমন(১৫) এবং লিপি আক্তার। জানা যায়, আজ  শুক্রবার দুপুর ১টার  দিকে ঝিনাইদহের শৌলকুপা থেকে মুজিবনগরের উদ্যেশে একটি পিকনিক বাস মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতায় পৌছালে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার ধারে থাকা গাছের সাথে ধাক্কা মরাতে মারতে  রাস্তার পাশে চলে যায়। এতে বাসে থাকা ৯ যাত্রী আহত হয়। বাসের অন্যন্য ছাত্রীরা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।