মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: মেহেরপুরের সদর উপজেলার পিরোজপুর গ্রামে বাড়ির জমির বেড়া কাঁটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ মকলেছ নামের এক ব্যক্তি আহত হয়েছে। আহত মকলেছ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,আহত মকলেছের অবস্থা বর্তমানে আশংকামুক্ত। জানা গেছে,আজ রোববার বিকেলে সদর উপজেলার পিরোজপুর গ্রামের আবু বকরের ছেলে মকলেছ এর বাড়ির চারপাশ দিয়ে ঘেরা বাঁশের বেড়া কেঁটে ফেলে তার ফুপ্পা নাজিমউর্দ্দীন। এসময় মকলেছ বাঁধা দিলে তার ফুপ্পার সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে মকলেছ মারাত্নক আহত হয়।