মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বিএনপি কর্মী সামসুল হুদার দোকানসহ কমপক্ষে ৮টি দোকানে ভাংচুর ও লটুপাট করেছে স্থানীয় আওয়ামীলীগ কর্মীরা। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে তারা পরপর ২টি বোমার বিষ্ফোরন ঘটিয়ে তাদের প্রায় অবরুদ্ধ করে রাখে।
সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান সামসুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,পিরোজুপর গ্রামের সামসুল হুদা,জোহা বিএনপি’র একনিষ্ঠ কর্মী।
রাজনৈতিক প্রতিহিংসার বশবতী হয়ে স্থানীয় আওয়ামীলীগ কর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পিরোজপুর গ্রামের ইসলাম খা,সাগরি খাতুণ,ইসলাম মন্ডল,জাহাঙ্গীর হোসেন জোহা ও হুদাসহ ৮জনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এদিকে, আকষ্মিকভাবে রাতের বেলায় হামলা চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছালে হামলাকারীরা চলে যায়।