মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ আগস্ট: মেহেরপুরের পুলিশ সুপার মো. মোফাজ্জল হোসেনকে বদলি করা হয়েছে। পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনকে হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে মেহেরপুরে যোগদান করছেন,বর্তমান রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব আশফাকুল নোমান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।