বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের পৃথক দুটি অগ্নিকান্ডে পুড়ে গেছে ফার্ণিচার তৈরীর কারখানা ও বাড়ি ॥ লাখ টাকার ক্ষয়ক্ষতি

By মেহেরপুর নিউজ

February 28, 2010

নিউজ ডেস্ক মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রাম ও শহরের বেড় পাড়ায় পৃথম দুটি অগ্নিকান্ডে পুড়ে গেছে সোহাগ ফার্ণিচার তৈরীর কারখানা ও একটি বাড়ির কিছু অংশ। দমকল বাহিনী জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমান সঠিকভাবে নির্ধারন করা না গেলেও ধারণা করা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান লাখ টাকার ওপরে। দমকল বাহিনী জানায়,আজ ২৮ ফেব্রয়ারী দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শহরের বেড় পাড়ার সোহাগ ফার্ণিচার তৈরীর কারখানায় আগুনের সূত্রপাত হয়। অপরদিকে একই রাতে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আলাউর্দ্দীনের বাড়িতে অসাবধানতার কারনে আগুন লেগে যায়। সংবাদ পেয়ে দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে যায় এবং আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আয়ত্তে আনে।