ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরের পৃথক দু’টি গ্রামে অগ্নিকান্ড

By মেহেরপুর নিউজ

November 14, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:

মেহেরপুরে পৃথক ২ টি গ্রামে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

জানা গেছে, রোববার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে কলিমুদ্দিনের ছেলে আব্দুস সোবহান ও গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের মুছাবউদ্দিনের ছেলে শরিফুদ্দিনের বাড়িতে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে ২ পরিবারের  প্রায় অর্ধ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে মেহেরপুর থেকে  দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পোঁছে আগুন আয়ত্বে আনে।

মুজিবনগর প্রেরণা প্রি-ক্যাডেট একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি-৫। সনদ পত্র তুলে দিচ্ছেন প্রধান অতিথি।

মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর প্রেরণা প্রি-ক্যাডেট একাডেমির উদ্যোগে রোববার প্রেরণা প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গনে একাডেমির বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, সমাপনি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ আব্দুল জলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশিদ,পাতান আলী, আমানুল্লাহ, গোলাম মোসৱফা, প্রেরনার ব্যবস্থাপনা পরিচালক সেলিনা পারভীন সুমি, ওয়াজেদ আলী, নিশান সাবের প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে কৃতি ছাত্র-ছাত্রী ও বিদায়ীদের মধ্যে সনদ পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।