করোনাভাইরাস

মেহেরপুরের পৌর মেয়র করোনা গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিজেই মাইকযোগে প্রচারে

By মেহেরপুর নিউজ

March 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবার নিজেই মাইকযোগে প্রচারে নেমে পড়লেন।

রবিবার প্রচন্ড রোদ্র উপেক্ষা করে পৌর মেয়র মেহেরপুর শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মাইকযোগে নিজে প্রচার চালালেন। এসময় পৌরমেয়র প্রচার কালে  বলেন, করোনাভাইরাস সারা বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে, আপনার কথা চিন্তা করে, আপনার পরিবারের সদস্যদের কথা চিন্তা করে অন্তত ঘরের বাইরে বের হবেন না।  করোনা ভাইরাস শুরু হওয়ার পরপরই পৌর মেয়র পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।  রবিবার দুপুরে হঠাৎ করে তিনি মাইকযোগে নিজে প্রচারে নেমে পড়লেন।