আইন-আদালত

মেহেরপুরের প্রগতি ক্লিনিক মালিকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড

By মেহেরপুর নিউজ

September 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: ডিপ্লোমাধারী নার্স ও সার্বক্ষনিক চিকিৎসক না থাকার কারনে মেহেরপুরের প্রগতি ক্লিনিক মালিকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুর পোনে ২ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চেীধুরী শহরের ষ্টেডিয়াম পাড়ার প্রগতি ক্লিনিকে অভিযান চালিয়ে এ রায় দেন। ভ্রাম্যমান আদালতের বিচারক জুবায়ের হোসেন চৌধুরী জানান, মেডিকেল প্রাকটিশিয়ান অধ্যাদেশের ১৩ ধারায় ডিপ্লোমাধারী নার্স ও সার্বক্ষনিক চিকিৎসক না থাকার কারনে ক্লিনিক মালিক হাফিজ উদ্দিনের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নিকট জরিমানার টাকা ক্লিনিক মালিক হাফিজ উদ্দিন জমা দিলে কারাদন্ড থেকে মুক্তি পান।