খেলাধুলা

মেহেরপুরের প্রথম বিভাগ ক্রীকেট লীগে চাঁদবিল শেরেবাংলা ক্লাব ও বন্দর আগমনী ক্রীড়া চক্র জয়ী

By মেহেরপুর নিউজ

March 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রীকেট লীগে রোববারের খেলায় চাঁদবিল শেরেবাংলা ক্লাব  জয়লাভ  করেছে ।

চাঁদবিল শেরেবাংলা ক্লাব বনাম ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব -এর মধ্যকার খেলায়  টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চাঁদবিল শেরেবাংলা ক্লাব  ২৭ ওভার ২ বলে ১ শ ৫৫ রান করে অল আউট হয়ে যায় ।  জবাবে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব ২৯ ওভার ৫ বলে সবকয়টি  উইকেট হারিয়ে ১ শ  ৫৪ রান করে পরাজয় বরন করে ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়৪ উইকেট নিয়ে চাঁদবিল শেরেবাংলা ক্লাব  এর ইমরান । অ্যাম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন সোহেল ও মাসুম। অপর দিকে সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রীকেট লীগের রোববারের খেলায় বন্দর আগমনী ক্রীড়া  ১৩ রানে জয়লাভ  করেছে । বন্দর আগমনী ক্রীড়া  চক্র বনাম হরিরামপুর সীমান্ত ক্লাব -এর মধ্যকার খেলায়  টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বন্দর আগমনী ক্রীড়া  চক্র ২৬ ওভার ৩ বলে ১ শ ৫১ রান করে আল আউট হয়ে যায় । জবাবে হরিরামপুর সীমান্ত ক্লাব  ২৮ ওভার ১ বলে ১ শ৩৮ রান করে পরাজয় বরন করে ।  খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ৫ উইকেট নিয়ে বন্দর আগমনী ক্রীড়া  চক্রের টিপু  । অ্যাম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন জনি ও মালেক ।