শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের প্রবীণ শিক্ষক প্রফেসর কোমরউদ্দিন খাঁনের জানাযা সম্পন্ন

By মেহেরপুর নিউজ

July 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৫ জুলাই: মেহেরপুর সরকারী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর কোমর-উদ্দিন খাঁনের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সরকারী কলেজ মাঠে জানাযা নামায অনুষ্ঠিত হয়। এসময় তার রুহের মাগফেরাত কামনায় ও স্মৃতিচারন বক্তব্য রাখেন মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, গাংনী উপজেলর সাবেক চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম,ডা. মতিউর রহমান, শিক্ষক নুর উদ্দিন, মরহুমের বড় ছেলে খায়রুজ্জামান, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন প্রমুখ। জানাযা নামাযে জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন,সাধারন সম্পাদক কামরুল হাসান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,অ্যাড.ইব্রাহিম শাহিন সহ এলাকার সর্বস্তরের সহস্রাধীক মানুষ অংশ নেন। পরে মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের পৌর কবরস্থানে লাশের দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য,  শুক্রবার  সকালের দিকে প্রফেসর কোমরউদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পৃর্বে তিনি মৃত্যু বরণ করেন।