বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ফুলবাগান পাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ করেছে পুলিশ।। জরিমানা ও মুচলেকা দিয়ে বর ও কনের মুক্তি

By মেহেরপুর নিউজ

June 25, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:

মেহেরপুর শহরের ক্যাশব পাড়ায় বিয়ের আসর থেকে বর ও কনে কে থানায় উঠিয়ে নিয়ে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। থানায় কয়েক ঘন্টা অবস্থানের পর মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার অবির্দিও মার্ডি মেহেরপুর সদর থানায় আসেন। দু’পক্ষের অভিভাবকদের ৫’শ টাকা করে এক হাজার টাকা জরিমানা এবং মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় বর ও কনে সহ অন্যান্যদের।

পুলিশ জানায়,আজ ২৫ জুন শুক্রবার শহরের ফুলবাগান পাড়ার শফিকুলের নাবালিকা মেয়ে অন্তরার (১০) এর সাথে একই শহরের ক্যাশব পাড়ার আব্দুল মান্নানের নাবালক ছেলে রাজনের(১৫) বিয়ের অনুষ্ঠান চলছিল। মেহেরপুর সদর থানা পুলিশ বাল্য বিবাহের সংবাদ জানতে পেরে এস আই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে হানা দেয় এবং বর কনে সহ অন্যান্যদের থানায় উঠিয়ে নিয়ে আসে।

মেয়ের বাবা শফিকুল মেহেরপুর নিউজ কে বলেন,আবেগের কারনে মেয়ের বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। আমার শিক্ষা হয়েছে। মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ের চিন্তা করবোনা।