অন্যান্য

মেহেরপুরের ফেন্সি সম্রাট জালাল আটক

By মেহেরপুর নিউজ

November 30, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ নভেম্বর:

মেহেরপুর পুলিশ মঙ্গলবার দুপুরের দিকে শহরের পৌরসভার সামনে থেকে সদর উপজেলার ঝাঁঝা গ্রামের মোকছেদ শেখের ছেলে ফেন্সি সম্রাট জালালকে (৪০) আটক করেছে।

পুলিশ জানায়, ফেন্সিডিল বিক্রির জন্য ফেন্সি সম্রাট জালাল মেহেরপুর শহরের ঘাটপাড়ার হামিদুল ইসলামের ছেলে সোনার কাছে ০১৯২২-৬৪৫২২০ নম্বর মোবাইল ফোন দিয়ে ফোন করে। ওই সময় সোনার  বড় ভাই মনা মোবাইলটি রিসিভ করেন। তিনি এসময় ফেন্সিডি কেনার কথা বলে কৌশলের আশ্রয় নিয়ে তাকে মেহেরপুর পৌরসভার কাছে অপেক্ষা করতে বলে। তিনি পুলিশকে খবর দিলে সদর থানার ওসি রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফেন্সি সম্রাট জালালকে একটি ডিসকভারী মোটর সাইকেলসহ পৌরসভার সামনে থেকে আটক করে থানায় নিয়ে যায়। মনা সাংবাদিকদের জানান, তার ছোট ভাই মাদকাসক্ত সোনাকে (২২) ঢাকায় চিকিৎসাধীন রাখা হয়েছে। ফেন্সি সম্রাট জালালকে আটক করতে সহায়তাকারী সোনার বড় ভাই মনা আরও জানান, তার ছোট ভাই সোনাকে এ জগতে নিয়ে আসার মুলহোতা ফেন্সি সম্রাট জালাল মনাকে ফেন্সিডিল খাওয়া শেখায় এবং সে প্রায়ই তাকে মোবাইল ফোনে ডেকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ফেন্সিডিল খাওয়াতো। আটক জালালকে থানা জিজ্ঞাসাবাদ করছে।