রাজনীতি

মেহেরপুরের বন্দরে সংঘর্ষে গুলিবিদ্ধ এক শিশু বামন্দিতে উদ্ধার ।। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

By মেহেরপুর নিউজ

December 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর: মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর এলাকায় পুলিশ-বিজিবি’র সাথে জামায়াত-শিবিরে সংঘর্ষে গুলিবিদ্ধ বার বছর বয়সী এক শিশুকে বামন্দি বাজার থেকে উদ্ধার করে বামন্দি ক্যাম্প পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। বর্তমানে তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শিশুটি কথা বলতে না পারায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আহত শিশুটিকে নিয়ে দ্রুতগামী একটি মোটর সাইকেলে যাওয়ার সময় স্থানীয় জনতার প্রতিরোধের মুখে শিশুটিকে ফেলে পালিয়ে যায় দুই যুবক। জানা গেছে,মেহেরপুর -কুষ্টিয়া সড়কের বন্দরে পুলিশ-বিজিবি’র সাথে জামায়াত-শিবিরে সংঘর্ষে আহত এক শিশুকে নিয়ে চিকিৎসার উদ্যোশে একটি মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে জোড়পুকুর বাজার অতিক্রম করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে বামন্দি বাজারের কয়েক জনকে খবর দেয়। বামন্দি বাজারে কিছু লোক জড়ো হয়ে মোটর সাইকেলটিকে প্রতিরোধ করে। এসময় মোটর সাইকেল চালক সহ দুই যুবক শিশুটি ও মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শিশুটির গলাসহ বিভিন্ন স্থানে গুলি লেগেছে। তার অবস্থা আশংকাজনক।