এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর সদরের বর্শিবাড়িয়া গ্রামের মরহুম এমদাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও জার্সি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় হাসানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। এর আগে জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বারাদী ইউনিয়ন শাখার সভাপতি আকরাম হোসেন এর পক্ষ থেকে শামীম-নাজমুল একাদশের টিম ম্যানেজার আলামিন ও রাকিবুলের হাতে জার্সি প্রদান করা হয়।
ক্রিকেট টুর্ণামেন্টে একদিকে অংশগ্রহণ করেন শামীম- নাজমুল একাদশ অপরদিকে আমঝুপি একাদশ। টসে জিতে শামীম-নাজমুল একাদশ প্রথমে ব্যাট করে ১৮৭ রান করে, ১৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে আমঝুপি একাদশ ১৩৫ রান করে পরাজিত হয়। শামীম-নাজমুল একাদশের পক্ষে ক্যাপ্টেন নাজমুল খেলা পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন বারাদি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, আসান প্রমুখ।