বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বলিয়ারপুরে বাল্য বিবাহকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

By মেহেরপুর নিউজ

September 19, 2017

মেহেরপুর নিউজ, ১৯ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে বাল্য বিয়ে না করার শপথ নিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তারা এ শপথ নেয়।  এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার ডা. রমেন্দ্র নাথ মল্লিক।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কাশেম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারি শিক্ষক আবুল বাশার, আশরাফুল ইসলাম, শিক্ষার্থী মারুফ আহামেদ, শামীমা খাতুন। এসময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ শিক্ষার্থীদের বাল্য বিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান। পরে তাদের মাঝে লাল কার্ড বিতরণ করা হয়।