জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরের বাজিতপুরে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ জুন: বাংলাদেশ ও ভারতের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে সীমান্ত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা সহ আগের দিনে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা বাজিতপুর ১১৯ এর ৬-আর পিলার হতে ১০০ গজ দুরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ৩২ ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন পিএসসি এবং  বিএসএফ’র পক্ষে বহরমপুর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড ব্রজ মোহন নেতৃত্ব দেন। আগের দিন বুধবার বিকালের দিকে বাজিতপুরে কয়েকজন রাখাল গরু চরানোর সময় পার্শ্ববর্তী ভারতের ২ জন বিএসএফ জওয়ান বাংলাদেশ সীমানায় প্রবেশ করে জোরফ’র্বক কয়েকটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী একজন বিএসফ জওয়ানকে আটক করে মারধর করে ছেড়ে দেয়। বিষয়টি উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে জানাজানির পর বৃহস্পতিবার পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি ঘটানো হয়।