বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে অস্ত্র সহ আটক আর কে পিপল নামের এক বিএসএফ সদস্যকে অস্ত্রসহ ভারতীয় কতৃপক্ষে’র কাছে হস্তান্তর করেছে বিজিবি।। পতাকা বৈঠকে দোষ স্বীকার

By মেহেরপুর নিউজ

June 04, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তের ১১৭/৫ এস মেইন পিলার সংলগ্ন বাংলাদেশে’র ভূখন্ডে আন্তজার্তিক সীমান্ত আইন লংঘন করে অস্ত্র সহ অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে আটক ভারতের শাহপুর ক্যাম্পের আর কে পিপল নামের এক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কতৃপক্ষের কাছে বহনকরে আনা অস্ত্রসহ হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে অনুপ্রবেশের দায় স্বীকার করায় আটক এ বিএসএফ সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে বলে

আপডেট সংবাদ

বিজিবি’র বাজিতপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি একই সময়ে আটক বাংলাদেশের ইছাখালী গ্রামের গরু ও ফেন্সিডিল ব্যবসায়ী আক্তারের ছেলে আমিরকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেল ৪ টায় মেহেরপুরের বাজিতপুর সীমান্তের  ১৭/৩ এস মেইন পিলারের কাছাকাছি স্থানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ৩২ ব্যাটালিয়নের সিও লে.কর্ণেল হামিদুন নবী এবং বিএসএফ এর পক্ষে ১১৯ ব্যাটালিয়ন কমান্ডার বিজয় কুমার। এসময় বিজিবি’র পক্ষে আরোও উপস্থিত ছিলেন, ৩২ বিজিবি’ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মাহমুদ পারভেজ,কোম্পানী কমান্ডার সুবেদার জালালউর্দ্দিন এবং বিএসএফ এর পক্ষে কোম্পানী কমান্ডার ভাগরতি প্রসাধ প্রমূখ। উল্লেখ্য, আজ সোমবার দুপুর ২ টার দিকে ভারতের শাহপুর ক্যাম্পের বিএসএফ সদস্য আর কে পিপল গরু ও ফেন্সিডিল ব্যবসায়ী আমির নামের একজনকে সীমান্ত থেকে তাঁড়িয়ে বাংলাদেশী ভূখন্ডে চলে আসে। এসময় বাজিতপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।