বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের বাজিতপুর সীমান্ত থেকে ৫ লাখ টাকা মূল্যে ভারতীয় ওষুধ আটক করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

September 23, 2011

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তে ১১৭ নং মেইন পিলারের কাছ থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভারতীয় ওষুধ আটক করেছে বিজিবি’র বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা। ভারতীয় ওষুধ গুলো হচ্ছে,নেক্্রট গার্ডেনার ২৮’শ ৫০ পাতা,পেট্রিন ১৯’শ ৬০ পাতা এবং প্যারা কেমিক্যাল ১৬৮ পিচ। যার মুল্যে ৪ লাখ ৮০ হাজার ২’শ ১৬ টাকা বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভারতীয় ওষুধ আনার অপরাধে কোন চোরাকারবারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা। বিজিবি’র বাজিতপুর ক্যাম্পের হাবিলদার শাজাহান বলেন,বিজিবি’র টহল দলকে দুরে থেকে দেখতে পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। একারনে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়,আজ শুক্রবার প্রথম সকালে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তে বিজিবি টহল দল টহল দিচ্ছিল। এসময় চোরাকারবারীরা ১১৭ নং পিলারের কাছ দিয়ে ওষুধ তার কাঁটার বেড়া ডিঙ্গিয়ে আনার পর বিজিবি সদস্যরা তাড়া করলে চোরাকারবারীরা এশটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা বস্তা খুলে ভারতীয় ওষুধ পায়।