টপ নিউজ

মেহেরপুরের বাড়িবাঁকায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়

By মেহেরপুর নিউজ

July 28, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বাড়ি বাঁকা গ্রামে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাইদ আনোয়ার ট্রেডার্স ডিলারের মাধ্যমে জনপ্রতি চিনি ৩ কেজি, মসুর ডাল ১ কেজি, সয়াবিন তেল ৬ লিটার ন্যায্যমূল্যে ৪শ ৫০ জনকে বিক্রি করা হয়।

ন্যায্যমূল্যে সর্বসাধারণের জন্য ৮০ টাকা লিটার দরে সোয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে চিনি ও ৫০টাকা কেজি দরে এ সকল খাদ্য সামগ্রী বিক্রি করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন এলাকার মানুষজন তেল চিনি ডাল ক্রয় করেন।

এ সময় সংশ্লিষ্টরা জানান, কোভিড-১৯ এর কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খোলা বাজারে ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য বিক্রি কার্যক্রম শুরু করেছেন। এই ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

 

মেহেরপুর সাইদ আনোয়ার ট্রেডার্সের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বাড়ি বাঁকা গ্রামে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।মঙ্গলবার দুপুর থেকে ৮০ টাকা লিটার দরে তেল, ৫০ টাকা কেজি দরে চিনি ও ৫০টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হয়। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন এলাকার মানুষজন তেল, চিনি, ডাল ক্রয় করেন। এর আগে বুড়িপোতা ইউনিয়নের সদস্য সিদ্দিকুর রহমান টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন।