মেহেরপুর নিউজ,২৬ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে নগদ টাকা সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
শনিবার দুপুরের দিকে ঐ ঘনটা ঘটে জানাগেছে বামনপাড়া প্রামের শাকের আলীর ছেলে সাদাত আলীর টিনের ঘরের ছাদে রাখা পাটখড়ির গাদায় রহস্যজনক ভাবে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনির সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে।