কৃষি সমাচার

মেহেরপুরের বারাদিতে গম বীজের গ্রো আউট টেষ্টের মাঠ দিবস

By মেহেরপুর নিউজ

March 21, 2015

মেহেরপুর নিউজ,২১ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বারাদী বীজ খামারের উদ্যোগে খামার প্রাঙ্গনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের গম বীজের গ্রো আউট টেষ্টের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক মজিবর রহমানের  সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি (বীজ)’র মহাব্যবস্থাপক আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন, বিএডিস ‘র প্রসেসিং বিভাগের এ জি এম সুলতান গিয়াস উদ্দিন, এস টি এল ড. এম কে আব্দুল আজিজ,  যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী,ডাল ও তৈল বীজের যুগ্ম পরিচালক জসিম উদ্দিন, পিডি আশুতোষ লাহিড়ী, চিৎলা খামারের যুগ্ম পরিচালক আলমগীর মিয়া, রাজশাহীর যুগ্ম পরিচালক আরিফ হোসেন খান, যশোরের যুগ্ম পরিচালক সৈয়দ এজাজ হোসেন। বক্তব্য রাখেন বারাদি খামারের উপপরিচালক মজিবর রহমান খান,আমঝুপি ডাল ও তৈল বীজ খামারের উপপরিচালক এ কে এম কামরুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক মীর্জা শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ মাঠের ফসল পরিদর্শন করেন।