বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বারাদীতে আইশার ট্রাকটরের চাষ প্রদর্শনী ও মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

August 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ আগষ্ট: `‌স্বনির্ভরতার প্রতীক আইশার ট্রাকটর’ এই শ্লোগানে দি মেটাল প্লাস লিঃ এর উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বারাদীতে অনুষ্ঠিত হলো চাষ প্রদর্শনী ও মতবিনিময় সভা । রবিবার বিকাল ৪ টায় বারাদী স্থানীয় ড্রাইভার ও চাষীদের নিয়ে অনুষ্ঠিত হলো ট্রাকটরের চাষ প্রদর্শনী ও মত বিনিময় সভা। আইশার ট্রাকটরের রিজিওনাল ইনচার্জ তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, টেরিটরি অফিসার সাইফুল ইসলাম।

মত বিনিময় সভায় বক্তারা ট্রাকটরের তৈল সাশ্রয়ী, জ্বালানী খরচ কম, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ইজ্ঞিন রক্ষনাবেক্ষন খরচ কম হওয়ায় কৃষকের আয় বৃদ্ধিতে সহায়কসহ বিভিন্ন সুবিধা সমুহ উপস্থিত দর্শকদের সামনে আলোচনা করেন।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মারুফ হোসেন, মেকানিক ডালিম মিয়া, ড্রাইভার খলিল ইসমাইল হোসেন হানিফ হামিদ সোহেল মনিরুল প্রমুখ।