করোনাভাইরাস

মেহেরপুরের বারাদী বাজারে করোনা ভাইরাস সম্পর্কে গনসচেতনতা

By মেহেরপুর নিউজ

April 02, 2020

মেহেরপুর নিউজ:

ভয়ংকর করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাগরিকদের ঘরে থাকার সরকারি নির্দেশনা ও সামাজিক দূরুত্ব বজায়ে রেখে চলাফেরার জন্য মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন ও বারাদী বাজার কমিটির উদ্যোগে বারাদী বাজারে জনগনকে সচেতন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন নেতৃত্বে বারাদী বাজারে এ সচেতনা অভিযান করা হয়। এসময় জনসাধরণকে ঘরে নিরাপদে অবস্থান করা ও প্রয়োজন বা অপ্রয়োজনে হরহামেশাই বাইরে বের না হওয়ার আহবান জানানো হয়।

এসময়  বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরুল হোসেন, বারাদী বাজার কমিটির সভাপতি লিয়াকত সর্দার ও বাজার কমিটর সেক্রেটারি সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন।