অন্যান্য

মেহেরপুরের বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত হওয়ার ঘটনায় পতাকা বৈঠক

By মেহেরপুর নিউজ

June 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুন; মেহেরপুরের মুজিবনগর সোনাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী আহত হওয়ার ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ৯টা ১০ পর্যন্ত ১০৯ নং সীমান্ত পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্টিত হয়। ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন পাথরঘাটা কম্পানি কমান্ডার এসি লিনু সহ ৮ সদস্যের  একটি দল এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জমসেদ আলম সহ ৮ সদস্যের একটি দল। বিজিবি’র মুজিবনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জমসেদ আলম জানান, গুলি বর্ষণের ঘটনায় ভারতের ১০৯ নং সীমান্ত পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সীমান্ত গুলি বর্ষনের ঘটনাটি অস্বীকার করেছে।