মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা পরিষদের উদ্যেগে মেহেরপুর জেলার বিভিন্ন পূজা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলার পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী উপস্থিত থেকে প্রতিটি মন্দিরকে ১ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এসময় মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি এ্যাড. পল্লভ ভট্টাচার্য সেথানে উপস্থিত ছিলেন। এদিকে একই সময়ে মেহেরপুর হরি সভায় অনুষ্ঠিত মহানামযজ্ঞ অনুষ্ঠানের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।