বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

By মেহেরপুর নিউজ

September 03, 2016

মেহেরপুর নিউজ, ০৩ সেপ্টেম্বর: মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিনের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া।

বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সামছুর রহমান টুটুল, সহকারী শিক্ষক তারিকুল ইসলাম রিপন, হাবিবুর রহমান, আবু বক্কর সিদ্দিক, আব্দুল মাবুদ প্রমুখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি মেহেরপুর ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজির উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজির পরিচালক আলামিন ইসলাম বকুলের সভাপতিত্বে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা স্বাচিপ সভাপতি ডা. এমএ বাশার।

বিশেষ অতিথি ছিলেন স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. তাপস কুমার, ডা রোমনা খাতুন, ডা. শর্মিলী প্রমুখ। বক্তব্য রাখেন ডা. তাওয়াবুল ইসলাম, সাইফুল ইসলাম, হাসানুজ্জামান প্রমুখ।

সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহা জামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর থানার এসআই যায়েদ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শানজিদা খাতুন, মুক্তিযোদ্ধা হায়দার আলী খান প্রমুখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আনছার উদ্দিন বেলালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মান্নাফ কবীর।

বক্তব্য রাখেন শিক্ষক খাইরুল আনাম, আব্দুল জাব্বার প্রমুখ। সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, আব্দুস সামাদ, বায়োজিদ হোসেন, আবুল বাশার, ইয়ারুল ইসলাম, আবুল হাসেম প্রমুখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ভেন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইমদাদুল হক ডাবু, সহকারী শিক্ষক ছিপাত আলী, আব্দুস সামাদ প্রমুখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শ্যামপুর শালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের পিটিএ সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য আক্তার হোসেন।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি জবেদ আলী, আব্দুল বারী, জহির উদ্দিন, পাঞ্জাব আলী, আব্দুস সামাদ, লূৎফর রহমান, ইকবাল হোসেন, মজিবুর রহমান, আব্দুল কুদ্দুস, ইলিয়াস হোসেন প্রমুখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া। বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক আব্দুল হালিম ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।