বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বুড়িপোতায় সপ্তাহব্যাপী গ্রামীণ খেলাধুলা ও পিঠা উৎসবে পুরস্কার বিতরণ।

By মেহেরপুর নিউজ

January 13, 2021

মেহেরপুর নিউজ :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী গ্রামীণ খেলাধুলা ও পিঠা উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার রাতে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো; মাসুদুল আলম।

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান । পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়।