করোনাভাইরাস

মেহেরপুরের বুড়িপোতা বিজিবি‘র অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিজিবি এর উদ্যোগে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা বাড়িবাঁকা, শালিকা ও নবীনগরের ১শ টি পরিবারের মধ্যে চাল, আটা, ডাল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি ৬ ব্যাটেলিয়ান বুড়িপোতা কোম্পানি কমান্ডার মোখলেসুর রহমান উপস্থিত থেকে ১শ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় বুড়িপোতা ইউনিয়নের সদস্য শরীফ উদ্দিন, সিদ্দিকুর রহমান আলমগীর হোসেনসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।