বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বুড়িপোতা গ্রাম থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

March 16, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের একটি বাঁশবাগানের নিচ থেকে বস্তা ভর্তি ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাজিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। তবে ফেন্সিডিল রাখার অপরাধে কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। বাজিতপুর ক্যাম্প ইনচার্জ আব্দুল হামিদ জানান,মাদক ব্যবসায়ীরা বাঁশবাগানের ভিতরে বস্তা ভর্তি করে মাদকদ্রব্য গুলো লুকিয়ে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্দ্ধ্যা’র পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজিতপুর ক্যাম্প ইনচার্জ আব্দুল হামিদ নেতৃত্বে বিজিবি সদস্যরা সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা-বাজিতপুর সড়কের পাশের একটি বাঁশবাগান থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।