জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে দু’দেশের দু’নাগরিক আটক ।। পতাকা বৈঠক

By মেহেরপুর নিউজ

August 08, 2016

মেহেরপুর নিউজ,০৮ আগষ্ট: মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে সামিদুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের জের ধরে গ্রামবাসী এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে। সোমবার সকাল ১০ টার দিকে আন্তজার্তিক সীমানার ১১৭ নম্বর মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। আটক ভারতীয় নাগরিক নদিয়া জেলার টেহট্র থানার সাহাপুর গ্রামের বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস এবং বাংলাদেশী নাগরিক সামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। এ ঘটনায় মুক্তি বিনিময় করতে দুই দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। (দুপুর আড়াইটা পর্যন্ত পতাকা বৈঠক চলছিল)। স্থানীয়রা জানান, আন্তজার্তিক সীমানার ১১৭ নম্বর মেইন পিলারের তাঁরকাটার পাশে থেকে নিকট সামিদুল ইসলামকে ভারতীয় ফেন্সিডিলসহ ভারতের বিষ্টপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে বুড়িপোতা গ্রামবাসীরা এর প্রতিবাদে কাঁটাকারের এপারে ভারতীয় জমিতে মাঠে কাজ করার সময় বিজয় বিশ্বাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুজনের মুক্তি বিনিময়ে বিএসএফ সদস্যদের কাছে পতাকা বৈঠকের আহবান জানান বিজিবি। সকাল ১১ টার দিকে ১১৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের নিকট শূন্যরেখায় কোম্পানী কমান্ডার পযার্য়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ঝাঁঝাঁ কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার জাহিদ শিকদার । বুড়িপোতা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন কালের কন্ঠকে বলেন, বিএসএফ’র হাতে আটক সামিদুল এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। সে ফেন্সিডিল নিয়ে আসার সময় সীমান্তের তাঁরকাটার পাশে থেকে তাকে বিএসএফ আটক করেছে। গ্রামবাসী ভুল বুঝে একজন নিরীহ ভারতীয়কে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে মিমাংসার চেষ্টা চলছে। এ ব্যাপারে বিজিবি’র কোম্পানী কমান্ডার জাহিদ শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উভয় দেশের নাগরিকের মুক্তির জন্য কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।