মেহেরপুর নিউজঃ
জোরপূর্বক ঘর তুলতে বাধা দেওয়াই প্রতিপক্ষের হামলায় শাহাসেন, মোমেনা ও রেহেনা খাতুন নামের তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহাসেন মনোহরপুর গ্রামের মোহন আলি ছেলে। মোমেনা খাতুন মুসা কলিমের স্ত্রী এবং রেহেনা খাতুন মছির উদ্দিনের স্ত্রী। জানা গেছে ঘটনাদিন মনোহরপুর গ্রামের নফর আলীর ছেলে জয়নাল আবেদীনের নেতৃত্বে তার লোকজন শাহসেনের জমিতে জোরপূর্বক ঘর তুলতে যায়। এ সময় তারা বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।