বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুক্তিযোদ্ধা সংসদের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে

By মেহেরপুর নিউজ

August 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ আগষ্ট: সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুর জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ভেঙ্গে দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা সংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংসদ ভেঙ্গে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসেনকে এবং মেহেরপুর জেলার ৩ উপজেলার কমান্ডারের দায়িত্ব দেয়া হয়েছে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আগামী দু’একদিনের মধ্যে প্রশাসনিক কর্মকর্তারা তাদের দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।