বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুখার্জী পাড়ায় জোরপূর্বক বাড়ি দখল ॥ সন্ত্রাসী হামলায় বাড়ির মালিক সহ ৩ জন আহত ॥ বাড়ি ঘর ভাংচুর

By মেহেরপুর নিউজ

March 19, 2010

নিউজ ডেস্ক

মেহেরপুর শহরের মুখার্জি পাড়ার রফিকের বাড়ি জোরপূর্বক দখল করতে আসে ১০/১২ জনের একটি পেটুয়া বাহিনী। তারা দখল কাজে বাধা দেওয়ায় বেধড়ক পিটিয়েছে বাড়ির মালিক রফিক,তার ছোট ভাই ইকবাল এবং রফিকের স্ত্রী ফজিলা খাতুনকে। বর্তমানে তারা মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পেটুয়া বাহিনী পিটিয়ে ক্ষাত্ম না হয়ে ভাংচুর করে বাড়ি ঘর। মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান,ছোটোখাটো একটা ঘটনা ঘটেছে জমিজমি সংক্রাত্ম বিষয়কে কেন্দ্র করে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। পরিস্থিতি বর্তমানে শাত্ম। জানা যায়,আজ ১৯ মার্চ বেলা ১২ টার দিকে পূর্ব পরিকল্পনা মোতাবেক তাতি পাড়ার মামুনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল শহরের মুখার্জি পাড়ার রফিকের বাড়িতে অর্তকিত হামলা চালায় এবং বাড়ি ঘর ভাংচুর করে। এসময় প্রতিবাদ করলে তারা পিটিয়ে জখম করে বাড়িতে থাকা মহিলা সহ ৩ জনকে। এলাকার লোকজন এগিয়ে আসলে পেটুয়া বাহিনী পিছু হটে চলে যায়। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশেপাশের লোকজন মেহেরপুর সদর হাসপাতালে পাঠায়। বাড়ির বর্তমান দখলদার রফিক বলেন,মামলায় জমি আমাদের পাওনা হওয়ায় সরকার জমি আমাদের বুঝিয়ে দিয়েছে। কিন্তু হামলাকারীরা জোর করে থাকতে চেয়েছিলো। উঠিয়ে দেয়ায় আমাদের ওপর রাগ। হামলাকারীরা দাবী করে বলছে,আমরা ৪০ বছর ধরে এ জমিতে বসবাস করে আসছি। রফিক মোটা অংকের টাকার বিনিময়ে তত্বাবধায়ক সরকারের সময় ক্ষমতার দাপটে আমাদের জোর করে তাড়িয়ে দিয়ে বাড়িটি দখল করে নেয়। আসলে এটি সরকারি এনামি প্রোপার্টি।