বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ান গ্রাম থেকে ৬ টি শক্তিশালী বোমা ও ২ টি এলজি শার্টারগান উদ্ধার করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

October 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে ৬ টি শক্তিশালী বোমা ও ২ টি এলজি শার্টারগান উদ্ধার করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। তবে বোমা ও অস্ত্র রাখার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি র‌্যাব। উদ্ধার করা বোমা গুলো বেশ শক্তিশালী বলে র‌্যাব জানিয়েছে। বোমা গুলি নিষ্ক্রিয় করার লক্ষে র‌্যাব ক্যাম্প চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার এবিএম আবুল হাসনাত বলেন,উদ্ধার করা বোমা গুলি বেশ শক্তিশালী। ধারনা করা হচ্ছে পূজায় নাশকতা সৃষ্টির লক্ষে সন্ত্রাসীরা বোমা ও অস্ত্র ওপার বাংলা থেকে নিয়ে এনে থাকতে পারে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও মূল হোতাকে আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে। র‌্যাব জানায়,আজ মঙ্গলবার প্রথম সকালে চরমপন্থিরা পরিত্যাক্ত সার গোডাউনে গোপন বৈঠক করছে এ  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে  সন্ত্রাসীরা ৩/৪টি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা পরিত্যাক্ত সার গোডাউন থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ৬ টি শক্তিশালী বোমা ও ২ টি এলজি দেশীয় তৈরী শার্টারগান উদ্ধার করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়।