বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে আন্তজার্তিক স্থলবন্দর স্থাপনের দাবীতে ৭ কি:মি সড়কে মানববন্দ্ধন কর্মসূচী পালন করেছে মুজিবনগর উপজেলাবাসী

By মেহেরপুর নিউজ

April 15, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ এপ্রিল : ঐতিহাসিক মুজিবনগরে আন্তজার্তিক স্থলবন্দর ও চেকপোস্ট বাস্তবায়নের দাবীতে দারিয়াপুর বাজার থেকে মুজিবনগর স্মৃতিসৌধের গেট পর্যন্ত ৭ কি:মি: সড়কে মানববন্দ্ধন কর্মসূচী পালন করেছে মুজিবনগর উপজেলাবাসী।

মানববন্দ্ধন শেষে মেহেরপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একদফা দাবী জানিয়ে স্মারকলিপি দিয়েছে মানববন্দ্ধনকারীরা। মানববন্দ্ধনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মুজিবনগর উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা ভাইস চেয়ারম্যান ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ,মুজিবনগর প্রেস ক্লাব,কলেজ শিক্ষক,ব্যবসায়ী,অবাল বৃদ্ধ বনিতা এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা সহ সর্বস্তরের শ’শ জনতা অংশ নেয়। বেলা ১১ টায় শুরু হয়ে বেলা ১২ পর্যন্ত চলে এ মানববন্দ্ধন। আজ রোববার বেলা ১১ টায় মুজিবনগরে আন্তজার্তিক স্থলবন্দর স্থাপনের এক দফা দাবীতে ৭ কি:মি এ মানববন্দ্ধনে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউর্দ্দিন বিশ্বাস,সেক্রেটারী রফিক মোল্লো,মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ,মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু এবং মহাজনপুর ইউপির চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমূখ।