আইন-আদালত

মেহেরপুরের মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে ২৪ জনের জরিমানা

By মেহেরপুর নিউজ

April 04, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে জনগনকে  অযথা ঘোরাফেরা ও সামাজিক দুরত্ব বজায় না রাখা এবং চায়ের দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে ২৪ জনের কাছ থেকে ৪৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজার,দারিয়াপুর,খানপুর,বিধ্যাধরপুর, মোনাখালী, বিশ্বনাথপুর, শিবপুর,গোপালনগর গ্রামে এ অভিযান পরিচালিত করা হয়। অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এসময় মুজিবনগর থানার এসআই জিয়া ও সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজার,দারিয়াপুর,খানপুর,বিধ্যাধরপুর, মোনাখালী, বিশ্বনাথপুর, শিবপুর,গোপালনগর গ্রামে অভিযানের সময় সরকারি আদেশ অমাণ্য করে অযথা ঘোরাফেরা ও সামাজিক দুরত্ব বজায় না রাখা এবং চায়ের দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৪ জনের কাছ থেকে মোটে ৪৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।