বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে সংর্ঘষে আহত ৩

By মেহেরপুর নিউজ

June 30, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১ জুলাইঃ মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রামে হাঁসের বাচ্চা প্রতিবেশির বাড়িতে যাওয়া কে কেন্দ্র করে সংর্ঘষে এক মহিলা সহ ৩জন আহত হয়েছে। আহতরা হলেন, গ্রাম পুলিশ মাইকেল মন্ডলের ছেলে পিন্টু মন্ডল (৩০), ল্যাংগা মন্ডলের ছেলে মাইকেল  মন্ডল (৫০), মাইকেল মন্ডলের স্ত্রী কল্পনা মন্ডল (৪২)।

আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ কাজল মেহেরপুর নিউজ কে জানান, আহতদের অবস্থা আশংকামুক্ত। জানা যায়, শনিবার সকালে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ল্যাংগা মন্ডলের ছেলে মাইকেল  মন্ডলের হাঁসের বাচ্চা প্রতিবেশি পাউল মন্ডলের ছেলে সোনাতন মন্ডলের বাড়ি যাওয়া কে কেন্দ্র করে সংর্ঘষে প্রতিপক্ষের হামলায় মাইকেল  মন্ডল ছেলে পিন্টু মন্ডল ও স্ত্রী কল্পনা মন্ডল আহত হলে স্থানিয়রা তাদের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।