অন্যান্য

মেহেরপুরের মুজিবনগরে সেলুন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

By মেহেরপুর নিউজ

November 16, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৬ নভেম্বর: মেহেরপুরের মুজিবনগরে পরেশ দাস (৪০) নামের এক সেলুন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার দিনগত রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। রোববার সকালে স্থানীয় লোকজন বল্লভপুর খালের ধারের একটি আম বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে মুজিবনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। সে বল্লভপুর গ্রামের কার্তিক দাসের জামাই। তার পিতার নাম নিরা দাস। বাড়ি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ গ্রামে।  দীর্ঘদিন থেকে সে বল্লভপুর গ্রামে শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন। মুজিবনগর কেদারগঞ্জ বাজারে সে সেলুনের ব্যবসা করতো। শ্বশুর বাড়ির লোকেরা তার পরিচয় নিশ্চিত করেন। মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।