বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী আহত

By মেহেরপুর নিউজ

June 16, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোরিনগর মোড়ে ট্রাকের ধাক্কায় হাসেম (৪৫) নামের এক এনজিও কর্মী আহত হয়েছে। হাসেম কে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার  তার অবস্থার অবনতি ঘটায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে রের্ফাড করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আরো জানান, আহত হাসেমের বাম পা গুড়িয়ে গেছে। জানাগেছে,  শনিবার সন্দ্ধ্যার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের হজরতের ছেলে এনজিও কর্মী হাসেম বাগোয়ান গ্রাম থেকে অফিসিয়াল কাজ শেষে আলগামনে করে বাড়ি ফিরছিল। গোরিনগর মোড়ে পৌছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক আলগামটিকে ধাক্কা মারলে আলগামনে থাকা যাত্রী হাসেম সড়কে ছিটকে পড়ে।  এসময় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি নিয়ে আসে।