বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের মুজিবনগর আম্রকাননের রেস্ট হাউজে ভারত-বাংলাদেশের সীমান্ত পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 14, 2011

মো:আবু আক্তার,মেহেরপুর মুজিবনগর থেকে: বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুর জেলার মুজিবনগরের আম্রকাননের সূর্যোদয় রেস্ট হাউজে ৪ টি গুরুত্বপূর্ণ ইস্যু সহ একাধিক ইস্যুকে সামনে নিয়ে ভারত-বাংলাদেশের সীমান্তের উচ্চ পর্যায়ের(সেক্টর কমান্ডর পর্যায়) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডর কর্ণেল মো: নজরুল ইসলাম সরকার এবং ভারতের পক্ষে সেক্টর কমান্ডর ডিআইজি শ্রী ইন্দ্রাজ সিং। বৈঠকের আলোচিত বিষয়গুলো হলো,উভয় দেশের নাগরিক কতৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা,বিএসফ এর গুলিবর্ষনে সীমান্তে বাংলাদেশের কোন নাগরিকের নিহতের ঘটনা না ঘটা,মাদকদ্রব্য চোরাচালান সহ আন্ত:দেশীয় চোরাচালানী রোধ করা এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহাদ্যপূর্ণ ও সুম্পর্ক বজায় রাখা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে এবং এসব ইস্যু গুলিতে উভয় দেশের প্রতিনিধিরা একমত পোষন করেছেন বলে বৈঠকে অংশ নেয়া উভয়দেশের প্রতিনিধিরা সাংবাদিকদের জানান। বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডর কর্ণেল মো: নজরুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন,বৈঠক ফলপ্রসু হয়েছে। বৈঠকে উপস্থাপিত বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সীমান্ত সংশ্লিষ্ট ইস্যু গুলোতে দু’দেশের প্রতিনিধিদল একমতপোষন করেছেন। বিজিবি জানায়,আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ১৫ মিনিটে দর্শনা সীমান্ত পথে  সেক্টর কমান্ডর ডিআইজি শ্রী ইন্দ্রাজ সিং এর নেতৃত্বে ৮ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল মুজিবনগর আম্রকাননে এসে পৌছান। বেলা ১১ টা ৩০ মিনিটে আম্রকাননের সুর্যোদয় রেস্ট হাউজে উভয় দেশের সীমান্ত পর্যায়ের বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের এবং ভারতের পক্ষে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছে। ভারতের পক্ষে নেতৃত্বদানকারী সেক্টর কমান্ডর ডিআইজি শ্রী ইন্দ্রাজ সিং জানান,বৈঠক আন্তরিকতার সাথে শেষ হয়েছে। বৈঠকের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত ইস্যুগুলো সমাধানের পথ বের হয়েছে। তিনি বলেন,বৈঠকের মধ্যে দিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহাদ্যপূর্ণ ও সুম্পর্ক আরো দৃঢ় হবে। তিনি আরোও জানান,আগামী বৈঠক ভারতীয় ভূখন্ডে অনুষ্ঠিত হবে।