রাজনীতি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ইউপি নির্বাচনকে ঘিরে এলাকায় চলছে ভোট উৎসব

By মেহেরপুর নিউজ

June 03, 2011

মো:আবু আক্তার: আগামী ৫ জুন মেহেরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। শেষ মূহুর্তে ভোট প্রার্থনা করে চলেছেন ভোটারদের দোয়ারে। দিচ্ছেন না প্রতিশ্রুতি। ভোটারদের স্বপ্ন দেখাচ্ছেন এলাকার উন্নয়নের। কিন্তু এবারের নির্বাচনে ভোটাররা বিগত নির্বাচন গুলোর চেয়ে বেশ সতর্ক। প্রার্থী নির্বাচনের ব্যাপারে চুলচেরা বিশ্লেষন করছেন। প্রার্থীদের দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তি যোগ্যতাকে বেশি মূল্যায়ন করছেন পুরুষ-মহিলা উভয় ভোটার। বাগোয়ান,মহাজনপুর,দারিযাপুর ও মোনাখালি এই ৪ টি ইউনিয়ন নিয়ে মুজিবনগর উপজেলা। এবারের ইউপি নির্বাচনে ৬৫ হাজার ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ৩১হাজার ৫’শ ১৭ জন এবং মহিলা ভোটার ৩৩ হাজার ৪’শ ৯১ জন। নির্বাচন অফিস জানিয়েছে মুজিবনগর উপজেলায় মোট ৩৮ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জেলা নির্বাচন অফিস নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। এখন চলছে অপেক্ষার পালা।

এদিকে দীর্ঘদিন পর ইউপি নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝে বিরাজ করছে এক নির্বাচনী উৎসবের আমেজ। গ্রামের চায়ের স্টল গুলোতে চলছে নির্বাচনী আলোচনা। গ্রামের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। এ যেন গোটা মুজিবনগরবাসী এ মূহূর্তে ভুগছে ইউপি নির্বাচনী জ্বরে। ভোটার হাবিবুর রহমান বলেন,এলাকার উন্নয়ন করবে এমন চেয়ারম্যান চাই। ঐক্যমতের চেয়ারম্যান চাই। ভোটার তেছের আলী  বলেন,দেশ ও দশের কল্যান করবে এমন প্রার্থী আমার চাওয়া। ভোটার রাবেয়া খাতুন বলেন,আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।ভোটার চায়ের দোকানদার মুফিজ সুষ্ঠ ও শান্তীপূর্ণ নির্বাচন চাই এবং যোগ্যলোক চেয়ারম্যান নির্বাচিত হউক এটা আমার প্রত্যাশা ১ নং দারিয়াপুর ইউনিয়নের জামায়াত মনোনিত চেয়ারম্যান প্রাথী মো: জার্সিস হোসাইন বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দারিয়াপুর ইউনিয়নে যে সব অসমাপ্ত কাজ রয়েছে সে সকল কাজ এলাকার জনগনকে  সাথে নিয়ে শেষ করবো। সকল মানুষের নায্য অধিকার নিশ্চিত করার জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যাবো। ১ নং দারিয়াপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাডভোকেট কলিমর্দ্দিন বলেন,জনগনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দারিয়াপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন করবো। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সর্বক্ষণ ডাক্তার রাখার ব্যবস্থা করবো। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। মহাজনপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আমাম হোসেন মিলু বলেন,আমার নির্বাচিত এলাকার রাস্তা ঘাট,স্কুল-কলেজ সহ সব সেক্টরের উন্নয়ন ঘটাবো। মহাজনপুর ইউনিয়নকে সুশৃংখল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। মহাজনপুর ইউনিয়নের বিএনপি মনোনিত প্রার্থী  মো: আহসান হাবিব সোনা বলেন, মহাজনপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন সাধন করবো। সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী তাসলিমা খাতুন বলেন,সকলকে চাহিদামতন সুযোগ সুবিধা প্রদান করবো। দীর্ঘ সময় পর হতে চলা মুজিবনগর উপজেলার ইউপি নির্বাচনে ভোটাররা এবার ভোট প্রদানের ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষন করছেন। সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এলাকার উন্নয়ন কে