বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপাল নগর গ্রামে জাম পাড়তে গিয়ে এক ছাত্র আহত

By মেহেরপুর নিউজ

June 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার  গোপাল নগর গ্রামে মিঠুন (১০) নামের এক ৪র্থ শ্রেণীর ছাত্র আহত হয়েছে। আহত মিঠুন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে।হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সুলতানা পারভিন জানান আহত, মিঠুনের ডা হাত ভেংগে গেছে। জানাগেছে, মুজিবনগর উপজেলার গোপাল নগর গ্রামের জজমিয়ার ছেলে মিঠুন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সে  সোমবার সকাল ১১টার সময় স্কুল ফাঁকি দিয়ে স্কুলের পাশে থাকা জাম গাছ থেকে জাম পাড়ার জন্য গাছে উঠে।

জাম পাড়তে গেলে অসাবধানত বসত গাছের ডাল ভেংগে মিঠুন নিচে পড়ে গেলে স্কুলের শিক্ষকরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।