জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ভবনে হিসাবরক্ষক অফিসে আগুন

By মেহেরপুর নিউজ

March 31, 2019

মেহেরপুর নিউজ, ৩১ মার্চ: মেহেরপুর মুজিবনগর উপজেলা ভবনের ২য় তলায় হিসাবরক্ষক অফিসে আগুনের ঘটনা ঘটেছে। তবে অফিসের নথিপত্রের কোন ক্ষতি হয়নি। গত রাতের কোন এক সময় এ আগুনের ঘটনা ঘটে। আগুনে অফিসের কাঠের দরজার নীচের অংশ, পর্দা, বৈদ্যুতিক তার, টিনের তৈরি নেম প্লেট এবং অফিসের সাইনবোর্ড পুড়ে গেছে। সকাল ৯ টার দিকে উপজেলা চেয়ারম্যানের সিএ শিমুল হোসেন সেখানে এসে হিসাব রক্ষক অফিসের দরজা পোড়া দেখতে পান। খবর দেন উপজেলা নির্বাহী অফিসারকে। পরে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম। ঐ অফিসের হিসাব রক্ষক মাজেদ হোসেন জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তারা এখনও জানতে পারেনি। তবে অফিসের ভিতরের অংশে কোন ক্ষতি হয়নি। অফিসের নথিপত্র ঠিক ঠাক রয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম জানান, আগুনের খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা চত্বরে কিছু পাগল ঘোরাফেরা করে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার জানান, অফিসের নৈশ প্রহরি থাকতেও কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।