আইন-আদালত

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ব্যাক করেছে বিএসএফ

By মেহেরপুর নিউজ

December 22, 2019

মেহেরপুর নিউজ:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানরা ৮ জনকে পুশব্যাক এর মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে। রবিবার বিকেলের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে মুজিবনগর থানা পুলিশ তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুশ ব্যাককারীদের মধ্যে রয়েছে মাদারীপুর জেলার জারিয়া গ্রামের সালাম ব্যাপার হিসেবে রবিউল বেপারী (২৫),পাটিয়া কান্দি গ্রামের রহিম মুক্তারের ছেলে সিরাজুল মুন্সি (২৫),কোটবাড়ি গ্রামের লিজন হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার (২১),যশোরের কেশবপুর উপজেলার হাসনাপুর বুড়িহাটি গ্রামের মালেক সরদারের ছেলে আজিজুল সরদার (২৩),পান্ডুর ছেলে সুমন (২০),যশোর মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের অজয় কুমার দাসের ছেলে শিমুল দাস (৩০),সাতক্ষীরা জেলার তালা উপজেলার শর্তেস্ট পুর গ্রামের শাহাদত সরদারের ছেলে রিপন সরদার (২২)এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামপুরের রতন মোল্লার ছেলে মানিক (২৫)।

আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে ভারতে গিয়ে সেখানে বসবাস শুরু করেন। পরে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে দমদম জেলখানায় পাঠিয়ে দেয়।

এদিকে রবিবার সকালে দমদম জেলখানা থেকে তাদেরকে মুক্ত করে নদীয়া জেলার চাপড়া থানার বেলপাড়া সীমান্ত দিয়ে বিএসএফের ৮১ ব্যাটালিয়নের সদস্যরা তাদেরকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে পুশব্যাক করে । পুশ ব্যাক হয়ে আসার পর আনন্দবাস গ্রামে সন্দেহজনক অবস্থা ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ তাদের আটক করে পাসপোর্ট আইনে মেহেরপুর আদালতে সালাম দেয়ার পর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । সীমান্তের বিভিন্ন এলাকায় আরো ৯ জনকে পুশ ব্যাকের জন্য রেখেছে বলেও তারা জানিয়েছেন।