জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ আগস্টঃ মেহেরপুরের মুজিবনগর সীমান্তের ১০৫ নং মেইন আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন নো ম্যান্স ল্যান্ডে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি  ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডর পর্যায়ে পতাকা  বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার  বেলা ১১ টায় শুরু হওয়া  এই বৈঠেকে বাংলাদেশের পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুজিবনগর ক্যাম্পে দায়িত্বরত কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১৯ ব্যাটালিয়ন হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাম আবদার। মুজিবনগর ক্যাম্পে দায়িত্বরত কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার আবু  আক্তারকে মোবাইল ফোনে জানান,পতাকা বৈঠকে বাংলাদেশের  পক্ষ থেকে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ বলে বিএসএফ  এর  ওপর বোমা নিক্ষেপের  কারণে তারা গুলি করে। তবে হত্যার ঘটনায় তারা ভুল স্বীকার করেছে। উল্লেখ্য,শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মুজিবনগরের মাঝপাড়ার দুলু মল্লিকের ছেলে আব্দুল খালেক (৩০) সহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে থেকে গরু আনার উদ্যোশে ১০৭ নং মেইন পিলারের নিকট পৌছালে ভারতের সুটিয়া ক্যাম্পের ১১৯ নং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষন করে। এত গুলিবিদ্ধ হয়ে খালেক মাটিতে লুটিয়ে পড়ে। পরে খালেকের সহযোগীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।