ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরের মুজিবনগর হাসপাতালে দুই মেডিকেল প্রতিনিধিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

By মেহেরপুর নিউজ

January 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জানুয়ারি:

মেহেরপুরের মুজিবনগর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের চেম্বারে বসে দীর্ঘ আলাপচারিতার  অপরাধে ওষুধ কোম্পানির দুই মেডিকেল প্রতিনিধিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা প্রাপ্তরা হলেন,অপসোনিন কোম্পানির  মেডিকেল প্রতিনিধি আবুল বাশার এবং বায়োফার্মা কোম্পানির সির্দ্দিকুর রহমান। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা  নির্বাহী কর্মকর্তা তরুন কুমার মন্ডল এ রায় দেন। মেডিকেল প্রাকটিস রেগুলেশন আইন ১৯৮২(১৩) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় এই জরিমানা  আদায় করা হয়েছে বলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে মুজিবনগর  হাসপাতাল চত্বরে  ভ্রাম্যমান আদালত বসে। এসময় ভ্রাম্যমান আদালতের টিম হাসপাতালের ভিতরে প্রবেশ করে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির ২জন মেডিকেল প্রতিনিধিকে খোশ গল্প করতে দেখে তাদের জরিমানা করে।