বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের মেয়ে হিসেবে প্রথম মহিলা ম্যাজিষ্ট্রেট হলেন সোনিয়া

By মেহেরপুর নিউজ

June 04, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩ জুন,(মিজানুর রহমান):

মেহেরপুরের মেয়ে সোনিয়া হাসান জেলার প্রথম মহিলা ম্যাজিষ্ট্র্রেট হওয়ার গৌরব অর্জন করেছে । তার এ সাফল্যকে সাধুবাদ জানিয়েছে জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।

আজ ৩ জুন বৃহস্পতিবার বিকেলে ওয়েবসাইটে প্রকাশিত ২৮তম বিসিএস এর ফলাফলে শহরের কালাম মার্কেট পাড়ার রাশিদুল হাসান ও রীনার কন্যা সোনিয়া হাসান উত্তীর্ন হয়ে সকহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) হওয়ার অন্যন্য সুযোগ লাভ করেছে। সোনিয়ার এ সফলতায় তার পরিবারে বইছে আনন্দের বন্যা।

সোনিয়ার বাবা রাশিদুল হাসান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,মেয়ের ফলাফলে আমি দারুন খুশি। আনন্দে অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি।

মা রীনা বেগম বলেন,আজ মনে হচ্ছে আমি সত্যিই একজন গর্বিত মা। আমার স্বপ্ন পূরন হয়েছে। আপনারা সকলে আমার সোনিয়ার জন্য দোয়া করবেন।

সোনিয়া বলেন,আমার মাথায় গুরু দায়িত্ব এসে পড়লো। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন মেহেরপুরের মর্যাদা অক্ষুন্ন রাখতে পারি।