বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ময়ামারীতে সাপের কামড়ে এক সন্তানের জননীর মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 21, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রামে বিষধর  সাপের কামড়ে লতিফন বেগম নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লতিফন একই গ্রামের দুখী মিয়ার মেয়ে। আজ বুধবার ভোর ৫টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকল

কাজ সেরে রাতে মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রামের দুখী মিয়ার মেয়ে এক সন্তানের জননী লতিফন মশারি টানিয়ে ঘুমাতে যায়। মশারির ভিতরে থাকা বিষধর  সাপ তাকে ঘুমন্ত অবস্থায় কামড় দেয়। কিছুক্ষনপর তার শরীরে যন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ ভোরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষনা করেন।