শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের যাদুখালী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ।। অধ্যক্ষের অপসারন দাবি

By মেহেরপুর নিউজ

February 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ ফেব্রুয়ারি: বার্ষিক বনভোজনকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারন দাবিতে বিক্ষোভ করেছে। এ সময় তারা প্রতিষ্ঠানের বেশ কয়েকটি আসবাব পত্র ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে । এ ঘটনায় কলেজে ১ দিনের ছুটি ঘোষনা করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, গত সোমবার মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। স্থান নির্ধারন করা হয় যশোরের সাগড়দাড়ি এবং বিনোদিয়া পার্ক। চাঁদা ধরা হয় ছোট ক্লাসের জন্য ৩’শ এবং বড় ক্লাশের ৫’শ টাকা। বিক্ষুব্ধরা ছাত্ররা অভিযোগ করে জানায়, আমাদের দু স্থানে  নিয়ে যাওয়ার কথা থাকলেও নেয়া হয় শুধু সাগড়দাড়ি, ৬টি গাড়ি নেয়ার কথা থাকলেও নেয়া ৪টি গাড়ি এবং খাবার দাবার ছিলো নিম্মমানের। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা পিকনিকের দিন থেকে বিক্ষোভ করতে থাকে। আজ সকালে শিক্ষার্থীরা পুঞ্জিভুত ক্ষোভে  ফেটে পড়ে কলেজে এসে অধ্যক্ষের অপসারন দাবিতে বিক্ষোভ করে। এ সময় বেশ কিছু আসবাব পত্র ভাংচুর করে। তারা অধ্যক্ষের অপসারন দাবি করে বলেন, অদ্যক্ষ শিক্ষার্থীদের টাকা তুলে তা খরচ না করে নিজে পকেট জাত করেছে । অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান টিপু এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কথামতো পিকনিকের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গ্রাম্য রাজনীতির শিকার হয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কলেজ ১দিনে ছুটি ঘোষনা করা হয়েছে।