রাজনীতি

মেহেরপুরের যুগিন্দা গ্রামে বাঁশ কাঁটাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলা সহ আহত ৩।। বাড়ি-ঘর ভাংচুর

By মেহেরপুর নিউজ

March 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ: মেহেরপুর সদর উপজেলার কচুইখালি যুগিন্দা গ্রামে জোরপূর্বক বাঁশবাগান থেকে বাশ কর্তন এবং বাড়ি-ঘর দখলে বাঁধা দিলে গ্রামের প্রভাবশালী নেতারা পিটিয়ে আহত করেছে একই পরিবারের মহিলা সহ ৩ সদস্যকে। আহতরা হলেন, কচুইখালি যুগিন্দা গ্রামের মৃত আমদ আলীর ছেলে গ্রাম্য বিএনপি নেতা চাঁন আলী(৫৫),রায়হান নবীর ছেলে শাহিন(১৮) এবং রায়হান নবীর স্ত্রী নীলুফা খাতুন। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার জন্য মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে আহতদের পরিবার। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,জমিজমা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। আজ সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কচুইখালি যুগিন্দা গ্রামের বিএনপি নেতা ২৬ শতক খাস জমির ওপর বসবাসকারী বিএনপি নেতা চাঁন আলী’র বাঁশবাগানে বাঁশ কাঁটতে যায় একই গ্রামের ক্ষমতাশীল দলের নেতা বাদলের নেতৃত্বে একদল গ্রামবাসী। এসময় চাঁন আলী বাঁধা প্রদান করলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে বাদলের লোকজন তাদেরকে বেধড়ক লাঠিপেটা করে। আহত চাঁন আলী অভিযোগ করেন,সরকারি খাস জমির ওপর দীর্ঘদিন ধরে বসবাস করে আচ্ছি। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার গ্রামের বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতা আমাকে জোর পূর্বক উচ্ছেদ করার জন্য চাঁপ প্রয়োগ করতে থাকে। তারই ধারাবাহিকতায় ক্ষমতাশীল দলের নেতা বাদলের নেতৃত্বে একদল সশস্ত্র দল আজ জোরপূর্বক আমার বাঁশবাগান থেকে বাঁশ কাঁটার সময় বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে পরিবারের সকল সদস্যকে বেধড়ক লাঠিপেটা করে এবং বাড়ি ঘরে ভাংচুর চালায়।